Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৪নং মোবারকপুর ইউনিয়ন পরিষদ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে মোবারকপুর ইউনিয়ন পরিষদ ০৪ নম্বরে। মোবারকপুর ইউনিয়নের পূর্বদিকে চককীর্তি ইউনিয়ন, পশ্চিমে শ্যামপুর ইউনিয়ন, উত্তরে দাইপুখুরিয়া ইউনিয়ন ও দক্ষিণে কানসাট ইউনিয়ন অবস্থিত। আয়তন ১৮.৭৮৯ বর্গ কিলোমিটার। পরিষদ ভবনটি ২০০৭ সালে নির্মিত হয়েছে। ভবনটি ১২ কক্ষবিশিষ্ট। জেলা প্রশাসকের কার্যালয় হতে ৪০ কি.মি. দূরে অবস্থিত। জেলা সদর থেকে এখানে আসতে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট সময় প্রয়োজন হয়।

 

 ইউনিয়নের প্রধান তথ্য সমূহ

ইউনিয়নের আয়তন

:

১৮.৭৮৯ বর্গ কিলোমিটার

জমির পরিমাণ

:

মোট জমি ৭৪৩৭.১৭ একর; কৃষি জমি ৭২৪৩ একর, অকৃষি ১৯৪.১৭ একর,

জনসংখ্যা

:

মোট জনসংখ্যার পরিমাণ (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী) ৩০,৫১৪ জন; পুরুষ ১৬,১১২ জন এবং মহিলা ১৪,৪০২ জন।

সাক্ষরতার হার

:

8০%

মুক্তিযোদ্ধার সংখ্যা

:

মুক্তিযোদ্ধা ভাতাভোগী ১৮ জন

বিভিন্ন ভাতা ভোগীর নাম

:

বয়স্ক ভাতা-১২২৯ জন, বিধবা ভাতা-৪৫৪ জন, প্রতিবন্ধী ভাতা-৫৪৯ জন, ভিজিডি ভাতা-১১৮, মাতৃত্বকালীন ভাতা-১৮০ জন।

ইউনিয়ন কিসের জন্য বিখ্যাত

:

আম

শিক্ষা প্রতিষ্ঠান

:

আলিম মাদ্রাসা ১টি, ফাজিল মাদ্রাসা ১টি, দাখিল মাদ্রাসা ১টি, উচ্চ বিদ্যালয় ১টি, নিম্ন মাধ্যমিক ১টি,  প্রাথমিক বিদ্যালয় ১৩টি, নূরানী মাদ্রাসা ৩টি ও হাফেজ খানা ৪টি, কিন্ডার গার্টেন ০৬টি

খেলার মাঠ

:

এ ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একাধিক খেলা মাঠ রয়েছে

গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত অন্যান্য অফিসার

:

জনাব মোঃ আবু রাইহান, পিতা- মোঃ আফজাল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ও ডাঃ মোঃ আজিজুর রহমান, পিতা-আলঃ মোঃ ফজলুর রহমান, গ্রাম-গোয়াবাড়ী চাঁদপুর, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত

পুকুর,বিল, দাঁড়া (সরকারি/ব্যক্তি মালিকানাধীন)

:

দাঁড়া (আয়তন প্রায় ৪০ একর)

ধর্মীয় প্রতিষ্ঠান

:

মসজিদ ৫৫টি, মন্দির ১টি

হাট বাজারের তথ্য

:

টিকরী বাজার

ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসের নাম

:

ট্যাক্স ও নিজস্ব মার্কেট ভাড়া